ভারতে অতিবৃষ্টি ও ভূমিধসে ২৬ জনের মৃত্যু
১০ আগস্ট ২০১৮ ১৭:২৫ | আপডেট: ১০ আগস্ট ২০১৮ ১৭:২৬
।। শুভজিৎ পুততুণ্ড ।।
কলকাতা: ভারতের কেরালা রাজ্যে গত দুই দিনে অতিবৃষ্টি এবং ভূমিধসে ২৬ জনের মৃত্যু হয়েছে। গত দুই দিনের ভারী বৃষ্টিতে কেরলের অধিকাগশ এলাকা পানির তলায় চলে গিয়েছে।
কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বন্যা পরিস্থিতির কথা ঘোষণা করে জানিয়েছেন, পরিস্থিতি খুবই গুরুতর। গত ৫০ বছরের মধ্যে এমন ভারী বৃষ্টির সাক্ষী কেরালাবাসী হয়নি বলেও অভিমত স্থানীয় বাসিন্দাদের।
কেরালার ইডুক্কি জেলা ছাড়াও ভারী বৃষ্টিতে বিপর্যয়ের মুখে পড়েছে মালাপ্পুরাম, পালঘাট, কোঝিকোড়ে, ওয়েল্যান্ড এবং কানুর জেলা।
বৃহস্পতিবারেই ভারী বৃষ্টির কারণে কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। রাজ্য সরকার বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য ১০ কোটি রুপি বরাদ্দ করেছে।
সারাবাংলা/এমও