বিজিএমইএ সভাপতিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
১০ আগস্ট ২০১৮ ১৬:৫৫ | আপডেট: ১০ আগস্ট ২০১৮ ১৭:৪১
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: উন্নত চিকিৎসার জন্য বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সের একটি বিমানে করে তাকে পাঠানো হচ্ছে। সেখানে ফেরার পার্ক হাসপাতালে তার চিকিৎসা হওয়ার কথা রয়েছে। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বুধবার (৮ আগস্ট) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিদ্দিকুর রহমান।
দুইদিন হাসপাতালে ভর্তি থাকার পর পরিবারের ইচ্ছায় উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।
শুক্রবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে স্কয়ার হাসপাতাল থেকে তাকে বহনকারী একটি অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতির ব্যক্তিগত সচিব ফরহাদ হোসেন।
তিনি সারাবাংলাকে বলেন, ‘স্যারকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সেখানে ফেরার পার্ক হাসপাতালে তার চিকিৎসা হবে।’
সিদ্দিকুর রহমানের সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার ভাই ফজলুল হক ও জাপান বাংলাদেশ হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আবদুল্লাহ হেল বাকী।
সিদ্দিকুর রহমানের শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন শুক্রবার বিকেলে সারাবাংলাকে বলেন, ‘সিদ্দিকুর রহমানের অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। তবে তার মূল চিকিৎসা শুরু হবে সিঙ্গাপুরে।’
সারাবাংলা/ইএইচটি/একে