Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোমা মিজানকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


১০ আগস্ট ২০১৮ ১৫:৪৯ | আপডেট: ১১ আগস্ট ২০১৮ ০৮:২৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (ফাইল ছবি)

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ভারতীয় পুলিশের হাতে গ্রেফতার হওয়া জেএমবি নেতা বোমা মিজানকে খুব শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর মনিপুরী পাড়ার বাসায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান রাজধানীর বিভিন্ন এলাকার হিজড়া সম্প্রদায়ের নেতারা। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে তারা শপথ করেন রাজধানীর রাস্তায় আর কোনো চাঁদাবাজি করবে না। এ ছাড়া কেউ রাস্তায় চাঁদাবাজি করলে পুলিশ যাতে ধরে আইনের আওতায় নিয়ে আসে সে ব্যাপারে হিজড়া নেতারা সহযোগিতারও আশ্বাস দেন।

তবে হিজড়াদের রেওয়াজ অনুযায়ী কোনো বাড়িতে বাচ্চা জন্ম নিলে তারা বকশিস নেবেন। এর বাইরে কোনো টাকা তুলবে না বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।

স্বাক্ষাতে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের জীবনমান উন্নয়ন ও ভরণ-পোষণের জন্য সরকারের প্রতি সহযোগিতার আহবান জানান।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হিজড়াদের উদ্দেশ্যে বলেন, তাদের জীবনমান উন্নয়নের জন্য সরকার এরই মধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এটি দেখভাল করছে ও তাদের উন্নয়নে কাজ করছে।

তবে সাংবাদিক নির্যাতনকারীদের ধরতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

সারাবাংলা/ইউজে/এমআই

বোমা মিজান স্বরাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর