Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার জালে আটকে ছিনতাই, চট্টগ্রামে গ্রেফতার ৪


১০ আগস্ট ২০১৮ ১৩:২৭

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে চারজনকে গ্রেফতারের পর তারা পেশাদার অপরাধী বলে জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। ছিনতাই, ডাকাতি এবং প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া তাদের পেশা বলে জানানো হয়।

বৃহস্পতিবার (০৯ আগস্ট) গভীর রাতে নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি এলাকা থেকে

জাবেদ হোসেন (২৮), জসিম উদ্দিন ফরিদ (৩৮), ফিরোজ আল মামুন (৩২) ও আরিফুর রহমান লিটন (২৮) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজনের কাছ থেকে একটি দেশি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

একটি সংঘবদ্ধ চক্রের সদস্যরা ডাকাতির জন্য জড়ো হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে ফিরোজ শাহ কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (পশ্চিম) মইনুল ইসলাম।

সারাবাংলাকে এই পুলিশ কর্মকর্তা জানান, গ্রেফতার চারজন একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা বিভিন্নজনের সঙ্গে সুসম্পর্ক গড়ে বড় ব্যবসা এবং লাভের লোভ দেখান। এরপর টার্গেট করা ব্যক্তিকে সস্তা দামের কোন হোটেলে নিয়ে যান। সেখানে টাকা লেনদেন এবং চুক্তি হবে এমন ধারণা দেওয়া হয়। সেখানে নেওয়ার পর তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা কেড়ে নেওয়া হয়। এছাড়া সুযোগ বুঝে তারা ডাকাতি ও ছিনতাই করে বলে জানান মইনুল।

জাবেদ নগরীর একজন শীর্ষ সন্ত্রাসীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন বলেও দাবি মইনুলের। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

সারাবাংলা/আরডি/সারাবাংলা

 

গ্রেফতার চট্ট-মেট্রো ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর