সাভারে দুই ট্রাকের সংঘর্ষ, এক চালকের মৃত্যু
১০ আগস্ট ২০১৮ ১১:৫৯
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
সাভারে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের চালক মারা গেছেন। এসময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার (১০ আগস্ট) সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আশরাফ গাজী (৩০)। তিনি বাগেরহাট জেলার চিতলমারী থানার আডুয়ারন্নীচড়পাড়া গ্রামের চাঁন মিয়া গাজীর ছেলে।
পুলিশ জানিয়েছে, সাভার থেকে মাছ ভর্তি ট্রাক নিয়ে গাবতলী যাচ্ছিলেন আশরাফ। ট্রাকটি ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা ড্রাম ভর্তি আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মাছ ভর্তি ট্রাকের চালক আশরাফ গাজী মারা যান। আহত হন অন্তত পাঁচজন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সারাবাংলা/এসএমএন