Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওভারটেক করতে গিয়ে ঝরল দুই প্রাণ, আহত ১২


১০ আগস্ট ২০১৮ ১১:০৯

সড়ক দুর্ঘটনা

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে যাত্রীবাহী বাস উল্টে দুইজন মারা গেছে। এদের একজন শিশু। এসময় আহত হয়েছেন অন্তত ১২ জন নারী-পুরুষ।

শুক্রবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের আরভি কোল্ড স্টোর সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত বাস চালকের সহকারী সাইফুল মিয়ার (৪০) বাড়ি পঞ্চগড় জেলায়। এছাড়া নিহত শিশু চাঁদনি আক্তার (১০) ঢাকার মিরপুর-১১ বাসিন্দা সরফরাজের মেয়ে। চাঁদনি তার মায়ের সঙ্গে সৈয়দপুরে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী অপু এন্টারপ্রাইজ যাত্রীবাহী কোচটি ধাপেরহাটের আরভি কোল্ড স্টোরেজের কাছে পৌঁছলে একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে যান চালক। এসময় তিনি নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কোচের চালকসহ এক শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা আহতদের উদ্ধার করে পীরগঞ্জ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশগুলো থানায় নেওয়া হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত কোচটি উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর