Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানীনগরে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু


৯ আগস্ট ২০১৮ ২২:৩৭

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নওগাঁর রানীনগর উপজেলার ঝিনা গ্রামে নিজ বাড়িতে মোঃ দিলবর রহমান(৬৫) ও তার স্ত্রী জহুরা বিবির(৫৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৯ আগস্ট) সন্ধ্যায় তাদের নিজ শয়নকক্ষ থেকে স্বামী ও স্ত্রীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) সিদ্দিকুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, তারা দুপুরের খাবার খেয়ে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পরে। এরপর সন্ধ্যায় তাদের ছেলেমেয়েরা অনেক ডাকাডাকি করে ঘরের ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শয়নকক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে।

তিনি জানান, মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএইচ

নওগাঁ রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর