Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক্টরের ধাক্কায় নারীর মৃত্যু, সড়ক অবরোধ


৯ আগস্ট ২০১৮ ১৫:০৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

লক্ষীপুরের রায়পুরে ট্রাক্টরের ধাক্কায় সুফিয়া আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯আগস্ট) সকালে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা চালক মুরাদকে আটক করে।

এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই সড়ক ঘণ্টাব্যাপি অবরোধ করে রাখে। খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

পরে জনতার হাতে আটক চালককে থানায় নিয়ে যায় পুলিশ। চালক মুরাদ রায়পুর পৌর শহরের বাসিন্দা।

নিহত সুফিয়া রায়পুর বেঙ্গল স্যু ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। তিনি সদর উপজেলার দক্ষিন হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে বাস করতেন।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো আজও সকালে সুফিয়া কর্মস্থল বেঙ্গল স্যু ফ্যাক্টরিতে যাচ্ছিল। এসময় রাখালিয়া এলাকায় পৌছঁলে বালুবাহী ট্রাক্টর তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় অন্য শ্রমিকরা চালককে আটক করে রাখে। এক পর্যায়ে তারা  উত্তেজিত হয়ে লক্ষীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ  করে সড়ক অবরোধ করে। এতে সড়কের দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত চালকের বিচারের আশ্বাস দিলে তাঁরা সড়ক অবরোধ তুলে নেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে এবং চালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএমএন

সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর