Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের সাবেক সিওকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ


৯ আগস্ট ২০১৮ ০৯:৪৯ | আপডেট: ৯ আগস্ট ২০১৮ ১২:১০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৭ এর সাবেক কমান্ডিং অফিসার হাসিনুর রহমানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে বাড়ির কাছ থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (৮ আগস্ট) পল্লবী থানায় একটি সাধারন ডায়রি করেছে তার পরিবার।

তবে ডিবি হাসিনুর রহমানকে আটকের খবর অস্বীকার করেছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপকমিশনার মোখলেসুর রহমান বলেন, ‘এরকম খবর শুনিনি। তাছাড়া এই নামে কাউকে আটক করা হয়নি।’

খবর পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যেখান থেকে হাসিনুরকে তুলে নেওয়া হয়েছে সেখান থেকে তার ব্যক্তিগত পিস্তলটি কুড়িয়ে পেয়েছে পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি।

অতীত রেকর্ড থেকে জানা গেছে, হাসিনুর রহমানের স্ত্রীর বোন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। সেসময় তার ওই শ্যালিকা হিজবুত তাহরীরের নারী ইউনিটের একজন শীর্ষস্থানীয় নেত্রী ছিলেন। ২০০৯ সালের অক্টোবরে হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র শিক্ষক ও হিজবুত তাহরীরের উপদেষ্টা গোলাম মহিউদ্দিন গ্রেফতার হন। তার জবানবন্দী থেকেই হাসিনুর রহমানের জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। তখন হাসিনুর রহমান র‌্যাব-৭ এর অধিনায়ক ছিলেন। র‌্যাবের হাতে হিজবুত তাহরীরের বেশ কয়েকজন সদস্য আটক হওয়ার পর র‌্যাবও নিশ্চিত হয় হাসিনুর রহমানের সাথে হিজবুত তাহরীরের সংশ্লিষ্টতা রয়েছে।

২০১১ সালের প্রথম দিকে তাকে র‌্যাব সদর দফতরের গোয়েন্দা শাখায় ডেকে পাঠানো হয়। সেসময় গোয়েন্দা শাখার প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান। তিনি সাংবাদিকদের কাছে হাসিনুর রহমানের হিজবুত তাহরীর সংশ্লিষ্টতা নিশ্চিত করেন। এরপরেই তাকে র‌্যাব-৭ থেকে অব্যাহতি দিয়ে নিজ বাহিনীতে ফেরত পাঠানো হয়। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এসএমএন

গ্রেফতার র‍্যাব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর