Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আহাদকে দেখতে গেলেন মির্জা ফখরুল


৮ আগস্ট ২০১৮ ২১:৩৬ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ২৩:৪৪

।। স্টাফ করেসপন্ডন্ট ।।

ঢাকা: শিক্ষার্থীদের আন্দোলনে দায়িত্ব পালনরত অবস্থায় দুর্বৃত্তের হামলায় আহত এসোসিয়েট প্রেসের(এপি) সাংবাদিক এ এম আহাদকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার(৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল আহত সাংবাদিক এম এ আহাদকে দেখতে যান। এ সময়ে তিনি এম এ আহাদের সার্বিক খোঁজ-খবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন।

এসময় মির্জা ফখরুলের সাথে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরহাত হোসেন আজাদ, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আলী।

কোমলমতি শিক্ষার্থীর উপর দুর্বৃত্তের হামলায় শিক্ষার্থী ও প্রায় ৪০ জন সাংবাদিক আহত হন। আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেলেও এখনও হাসপাতালে আছেন সাংবাদিক এ এম আহাদ।

সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

সারাবাংলা/এসও/এনএইচ

আরও পড়ুন,
আহত ফটো সাংবাদিক আহাদকে দেখতে হাসপাতালে তথ্যমন্ত্রী

মির্জা ফখরুল সাংবাদিক নির্যাতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর