আগামী সপ্তাহে জলবিদ্যুৎ আনতে নেপালের সঙ্গে সমঝোতা স্মারক সই
৮ আগস্ট ২০১৮ ২১:২২ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ২১:২৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: জলবিদ্যুৎ আমদানি করতে আগামী সপ্তাহে নেপালের সঙ্গে সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ। এজন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (৯ আগস্ট) নেপালে যাচ্ছেন। বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, শিগগিরই আমরা একটি সুখবর দিতে পারব। নেপাল থেকে আমরা জলবিদ্যুৎ আনব। এর বেশি কথা বলতে চাননি প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ফয়জুল আমীন সারাবাংলা’কে জানান, নেপালের সঙ্গে যে সমঝোতা স্মারক সই হবে তাতে ওই দেশের জলবিদ্যুৎ উৎপাদন, আমদানি, বাসাবাড়িতে সৌরশক্তির ব্যবহারের বিষয়গুলো থাকবে। এ ছাড়া, এসব বিষয়ের বাংলাদেশ নেপালের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করবে। পাশাপাশি বাংলাদেশের বিদ্যুৎ খাতের সাফল্য বিবেচনায় এনে ওই দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করার বিষয়গুলোও সমঝোতা স্মারকে থাকবে।
বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, বাংলাদেশ প্রথমে নেপালের সঙ্গে বিদ্যুৎ খাতের সহায়তা সম্প্রসারণের জন্য সমঝোতা স্মারকটি সই করবে। পরে নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে ভারতের ভূখণ্ড ব্যবহারে উভয় দেশ প্রতিবেশী ভারতকে অনুরোধ করবে। কারণ ভারতের ভূমি ব্যবহার করে এই বিদ্যুৎ বাংলাদেশে আনতে হবে।
ওই কর্মকর্তা আরও জানান, সমঝোতা স্মারক সইয়ের পর নেপালের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ ও স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। এর ফলে যেকোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া দ্রুত ও কার্যকর হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, এরই মধ্যে ভারত সরকার বিদ্যুৎ আমদানি ও রফতানির একটি নীতিমালা প্রণয়ন করেছে, যেন ভারতের ওপর দিয়ে সরাসরি তৃতীয় কোনো দেশ বিদ্যুৎ আমদানি বা রফতানি করতে না পারে। ফলে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশে বিদ্যুৎ আমদানি সম্ভব নয়। তবে বাংলাদেশ ও নেপাল মিলে ভারতকে ভূখণ্ড ব্যবহারের অনুরোধ করবে। এক্ষেত্রে ভূখণ্ড ব্যবহারের জন্য ভারতকে বিদ্যুৎ পরিবহনের জন্য সঞ্চালনের কারণে অর্থ (হুইলিং চার্জ) দেওয়া যেতে পারে। এ ছাড়া নেপালের সঙ্গে বাংলাদেশ যৌথ বিনিয়োগে বিদ্যুৎকেন্দ্রও নির্মাণ করবে।
জানা গেছে, নেপালে ৩০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা আছে। তবে দেশটি বর্তমানে খুবই অল্প পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদন করছে। এ অবস্থায় ভারতের বেশ কয়েকটি কোম্পানি নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। জিএমআর নামে ভারতীয় একটি কোম্পানি নেপালে জলবিদ্যুৎ উৎপাদন করছে। তারা বাংলাদেশে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ বিক্রিরও প্রস্তাব দিয়েছে। এছাড়া নেপালের কাছ থেকে ভারতের রাষ্ট্রীয় কোম্পানি এনভিভিএন ৫০০ থেকে ৯০০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি করতেও আগ্রহ প্রকাশ করেছে।
এখানে উল্লেখ্য, ২০১৬ সালের ডিসেম্বর মাসে নেপালের জ্বালানিমন্ত্রী জনার্দন শর্মা ঢাকা সফরে আসেন। ওই সময়ের আলোচনায় নেপাল-বাংলাদেশ জলবিদ্যুৎ উৎপাদনের বিষয়টি চূড়ান্ত করা হয়। এরপর দুই দেশের বিদ্যুৎ বিভাগ সমঝোতা চুক্তির খসড়া তৈরির কাজ শুরু করে।
সারাবাংলা/এইচএ/টিআর