Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য


৮ আগস্ট ২০১৮ ১৯:৩৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। বুধবার(৮ আগস্ট) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম দস্তগীর গাজী বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেনি বরং দেশের সম্পদ লুটপাট করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন করে আর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়, সেদিন শেখ হাসিনা দেশের বাইরে থাকার কারণেই প্রাণে বেঁচে যান। কিন্তু এখনো তাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান গোলাম দস্তগীর গাজী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ‌মঞ্জুর হোসেন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাত্তার চৌধুরী, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবর, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাঈম ভুঁইয়া, ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: গোলাম দস্তগীর গাজী

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর