Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৫ দিন বাড়ল


৮ আগস্ট ২০১৮ ১৩:৫১ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ১৪:১৮

আদালতে খালেদা জিয়া

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ আগামী ১৩ অাগস্ট পর্যন্ত বাড়িয়েছে হাইকোর্ট।

বুধবার (৮ অাগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ নিয়ে খালেদা জিয়ার ষষ্ঠ দফায় জামিনের মেয়াদ বাড়ানো হলো।

গত ১২ জুলাই বৃহস্পতিবার থেকে এ মামলার আপিল শুনানি শুরু হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রেজাক খান ও এ জে মোহাম্মদ আলী। এ সময় খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও জয়নুল আবেদীনসহ বিএনপিপন্থী আইনজীবীরা। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাষ্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি এ মামলায় খালাস চেয়ে আপিল দায়ের করেন এবং জামিনের আবেদন করেন। গত ১২ মার্চ চার মাসের জামিন দেন আদালত। এরপর অাজ ষষ্ঠ দফায় জামিনের মেয়াদ বাড়ানো হয়।

সারাবাংলা/ এজেডকে/এমআই

অরফানেজ ট্রাস্ট খালেদা জিয়া দুর্নীতি মামলা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর