Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জবানবন্দি বই আকারে প্রকাশ, গ্রেপ্তার ২


৮ আগস্ট ২০১৮ ১৩:২৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যে জবানবন্দী দিয়েছিলেন সেই জবানবন্দির কপি আদালতের অনুমতি ছাড়াই বই আকারে প্রকাশ করার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ বইও জব্দ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর সিও এডিশনাল ডিআইজি কাইমুজ্জামান খান সাংবাদিবদের এসব তথ্য জানান।

গ্রেফতার দুইজন হলেন আব্দুর রহমান নুর ওরফে রাজন মোল্লা ও মেহেদি আরজান ইভান।

সিও বলেন, মঙ্গলবার (৭ আগস্ট)রাজধানীর মিরপুর এলাকায় অভি।যান চালিয়ে এসব বই এবং অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মুদ্রন আইনে এটি অপরাধ হয়েছে। তাই তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রাথমিকভাবে গ্রেফতার দু্ইজন জানিয়েছে যে আদালত এবং বিচার বিভাগ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্যই এই বই প্রকাশ করা হয়েছে।

খালেদা জিয়া জবানবন্দি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর