Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণের কাজ শুরু হচ্ছে আজ


৮ আগস্ট ২০১৮ ১০:১৩ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ১২:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বুধবার (৮ আগস্ট) থেকে দ্বিতীয় পর্যায়ে দেশের ২৭ জেলায় উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে।

বেলা ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রম উদ্ধোধন করবেন।

ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান আরজু সারাবাংলাকে জানান, দ্বিতীয় পর্যায়ের ২৭ জেলায় বুধবার থেকে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। সিইসি কেএম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্ধোধন করবেন।

ইসি যে ২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে সেগুলো হলো, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, মানিকগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, ময়মনসিংহ সদর, টাংগাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ফরিদপুর ভাঙ্গা, ভোলা সদর ও মৌলভীবাজার সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর। এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ডবিতরণ কার্যক্রম শুর হয়। ইসির তথ্য অনুযায়ী, দেশে ১০ কোটি ৪০ লাখের মতো ভোটার রয়েছে।

সারাবাংলা/জিএস/এসএমএন

 

স্মার্ট কার্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর