ঈদের নতুন নোট পাওয়া যাবে ১৩ আগস্ট থেকে
৮ আগস্ট ২০১৮ ০৯:১৯ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ১২:৩১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী সোমবার (১৩ আগষ্ট) থেকে শুরু হচ্ছে নতুন দেওয়া। বাংলাদেশ ব্যাংকসহ ১৪টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে নোট বিতরণ কার্যক্রম চলবে। এই বিতরণ একসঙ্গে চলবে আগামী ২০ আগস্ট-২০১৮ পর্যন্ত। সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে ও ১৪টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে।
গতকাল মঙ্গলবার (৭ আগষ্ট) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক সাঈদা খানম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন নোট বিনিময়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,ঈদ-উল-আযহা-২০১৮ উপলক্ষে আগামী ১৩ আগষ্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারী ছুটির দিন ছাড়া) বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখাসমূহ থেকেও উক্ত সময়ে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে, নতুন নোট নেওয়ার সময় কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ মতো যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা নিতে পারবেন।
নিচের ২০ টি ব্যাংক থেকে নতুন টাকা নেওয়া যাবে
০১.ন্যাশনাল ব্যাংক , যাত্রাবাড়ী শাখা, ঢাকা।
০২.জনতা ব্যাংক, আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, ঢাকা।
০৩.অগ্রণী ব্যাংক, জাতীয় প্রেসক্লাব শাখা, ঢাকা।
০৪.দি সিটি ব্যাংক, মিরপুর শাখা, ঢাকা।
০৫.সোস্যাল ইসলামী ব্যাংক, বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ঢাকা।
০৬.,সোনালী ব্যাংক, রমনা কর্পোরেট শাখা, ঢাকা।
০৭.ঢাকা ব্যাংক, উত্তরা শাখা, ঢাকা।
০৮.আইএফআইসি ব্যাংক, গুলশান শাখা, ঢাকা।
০৯.রূপালী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা।
১০.ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মোহাম্মদপুর শাখা, ঢাকা।
১১. শাহজালাল ইসলামী ব্যাংক, মালিবাগ শাখা, ঢাকা।
১২.ওয়ান ব্যাংক, বাসাবো শাখা, ঢাকা।
১৩.মার্কেন্টাইল ব্যাংক, বনানী শাখা, ঢাকা।
১৪.ব্যাংক এশিয়া, ধানমন্ডি শাখা, ঢাকা।
সারাবাংলা/জিএস/এসএমএন/জেএএম