কমনওয়েলথের মহাসচিব বুধবার ঢাকায় আসছেন
৭ আগস্ট ২০১৮ ২২:৫৬ | আপডেট: ৭ আগস্ট ২০১৮ ২২:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কমনওয়েলথের মহাসচিব রোটারিয়ান প্যাট্রিসিয়া স্কটল্যান্ড তিন দিনের সফরে বাংলাদেশ আসছেন। বুধবার(৮ আগস্ট) তিনি ঢাকায় আসবেন বলে মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশ সফরে কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন। কমনওয়েলথভুক্ত এশিয়ার ৩টি দেশে সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশ সফর করবেন।
সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন।
সারাবাংলা/জেআইএল/এনএইচ