সড়ক আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা
৭ আগস্ট ২০১৮ ২১:৪৭ | আপডেট: ৭ আগস্ট ২০১৮ ২২:১৯
।। শুভজিৎ পুততুণ্ড।।
কলকাতা: নিরাপদ সড়ক আইন-২০১৮ অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন কলকাতায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ আগস্ট) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে এসে তারা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান। হাইকমিশনের সচিব আবদুস সামাদের হাতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। এ সময় শিক্ষার্থীদের হাতে নানা স্লোগান সংবলিত প্লেকার্ড ছিল।
বাংলাদেশি ছাত্র ছাত্রীরা জানান, ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে সমস্যার সমাধান করেছেন।
এর আগে সোমবার (৬ আগস্ট) নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতার রাজপথে নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নকশালপন্থী ছাত্র সংগঠন। সেই আন্দোলনে বাংলাদেশি বেশ কয়েকজন শিক্ষার্থীও অংশ নেন।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা দেশের ভাবমূর্তি নষ্ট করছে অভিযোগ করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান শুভেচ্ছা জানাতে আসা শিক্ষার্থীরা।
তারা জানান, কয়েকজন বাংলাদেশি ছাত্র বিদেশের মাটিতে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ সংঘটিত করছে। এতে ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে প্রভাব পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
সারাবাংলা/একে
কলকাতা ছাত্র আন্দোলন বাংলাদেশ হাইকমিশন সড়ক আইন-২০১৮ সড়ক দুর্ঘটনা