Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবুল আটক


৭ আগস্ট ২০১৮ ২০:১৯

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার(৭ আগস্ট) সকাল ৯টার দিকে মোরেলগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সাদা পোশাকে ডিবি পুলিশের দলটি বাবুলকে আটক করে বাগেরহাট ডিবি কার্যালয়ে নিয়ে আসে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) তন্ময় মণ্ডল জানান, ২০১১ সালের ১১ অক্টোবর মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বাবুলকে আদালতে পাঠানো হবে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
বাগেরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ডিবি বাগেরহাট বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর