নওগাঁয় নবজাতকের লাশ উদ্ধার
৭ আগস্ট ২০১৮ ১৭:৩৯ | আপডেট: ৭ আগস্ট ২০১৮ ১৭:৪২
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নওগাঁর মান্দায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে মান্দা সদর ইউনিয়নের পীরপালি বাজার সংলগ্ন পাটখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, লাশটি সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশুর। সকালে মাঠে কাজ করতে গিয়ে শ্রমিকরা পলিথিনের ব্যাগে মোড়ানো লাশটি দেখতে পায়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নবজাতকের লাশ উদ্ধার করে।
লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এআরপি/এনএইচ
আরও পড়ুন,
ফেনীতে প্লাস্টিক মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার