Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মোটরসাইকেলের প্রতিযোগীতায় ঝরল ২ প্রাণ


৭ আগস্ট ২০১৮ ১৫:৫৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুরের পার্বতীপুরে দুটি মোটরসাইকেলের প্রতিযোগীতা এবং তার ফলে ঘটা সংঘর্ষে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন একজন।

মঙ্গলবার (৭ আগস্ট) পার্বতীপুরের রাজাবাসর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নবাবগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের সুখ লাল (৪০) এবং জয়ন্ত (৪০)। এই দুর্ঘটনায় আহত রাখাল চন্দ্র (২৭) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইটি মোটরসাইকেলই নবাবগঞ্জ থেকে পাবর্তীপুরের মন্মথপুরের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে দুই আরোহী নিজেদের মধ্যে প্রতিযোগীতা শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলদুটি রাজাবাসর এলাকায় পৌঁছলে এদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সুখ লাল। গুরুতর আহত অবস্থায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান রাখাল চন্দ্র।

সারাবাংলা/এসএমএন

 

মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর