Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেয়ারা চুরি করে খাওয়ার অপরাধে খুন


৭ আগস্ট ২০১৮ ১৬:৪০ | আপডেট: ৭ আগস্ট ২০১৮ ১৭:১৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: পেয়ারা চুরি করে খাওয়ায় বাগান মালিকের ছুরিকাঘাতে আবু খান (২০) নামে একজন মারা গেছেন।

মঙ্গলবার (০৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম গুণাগরি এলাকায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সারাবাংলাকে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন চৌধুরী।

ওসি বলেন, গুণাগরী পাহাড়ে জনৈক আক্কাস মিয়ার বাগান থেকে পেয়ারা চুরি করে খায় আবু খান। সকালে বিষয়টি জানতে পেরে আক্কাস আবুকে ডেকে নেয়। পেয়ারা খাওয়ার বিষয়টি জানতে চেয়ে একপর্যায়ে আবুর বুকে ও হাতে ছুরিকাঘাত করে আক্কাস। এরপর আক্কাস পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে আবু খান মারা যান।

ওসি জানান, আবু খান পশ্চিম গুণাগরি গ্রামের মোজাফফর খানের ছেলে। তিনি মিষ্টির দোকানে চাকরির পাশাপাশি বাঁশখালী উপজেলা সদরে ছোটখাট ব্যবসা করতেন।

সারাবাংলা/আরডি/এনএইচ
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন

খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর