Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাবিতে মানববন্ধন-র‌্যালি


৬ আগস্ট ২০১৮ ১৮:৫৯ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ১৯:০০

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীতে বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও র‌্যালির আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শেষে একটি র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড লক্ষ্য করা যায়। ‘প্রতিবাদের অধিকার চাই’, ‘সন্ত্রাস নির্মূল কর’, ‘মিডিয়ার উপর হামলা কেন?’-সহ শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা দাবির অনেক প্লাকার্ড হাতে নিয়ে নানা ধরনের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে রাজধানীতে শিক্ষার্থীদের ওপর নিপীড়নকারীদের ও গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সারাবাংলা/এমআই

রাজশাহী বিশ্ববিদ্যালয় হামলার প্রতিবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর