Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক শুরু


২৮ ডিসেম্বর ২০১৭ ১১:৫০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১২:০০

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার যুক্তিতর্কে অংশ নিতে আজও আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বকশী বাজার আলিয়া মাদ্রাসার মাঠে বিশেষ আদালতে যান। ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি করেন খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

এদিকে খালেদার হাজিরা উপলক্ষে আদালতের প্রবেশমুখে নেওয়া হয়েছে বাড়তি  নিরাপত্তা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আদালতের প্রধান ফটকে স্ক্যানার বসিয়ে তল্লাশি করে ভেতরে ঢোকানো হচ্ছে।

সকাল সাড়ে ৯টায় আদালত প্রাঙ্গণে খালেদা জিয়ার আইনজীবী এবং সিনিয়র নেতারা আসেন।

সারাবাংলা/এআই/একে

 

 

বিএনপি চেয়ারপারসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর