Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, জলকামান-টিয়ারশেল নিক্ষেপ


৬ আগস্ট ২০১৮ ১৫:২১ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ২০:০০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীার শাহবাগে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

দুপুর ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিতে চায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ব্যানারে মিছিল নিয়ে এগুতে থাকে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে মারে। এরই একপর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল ছোড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

এ সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ টিয়ারশেলের পাশাপাশি জলকামান ও ফাঁকা গুলিও ছোড়ে।

পুলিশ বর্তমানে অবস্থান নিয়েছে ঢাকা পাবলিক লাইব্রেরির অংশে। আর শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে চারুকলার সামনে।

এর আগে সকালে প্রায় শিক্ষার্থী ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে তারা শাহবাগের দিকে আসতে শুরু করে।

মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।

এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ‘ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে শিক্ষার্থীদের ওপর হাশলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি টিএসসির রাজু ভাষ্ের‌্যের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেওয়ায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ঘুরে অপরাজেয় বাংলায় এসে শেষ হয়। সে সময় বিক্ষোভে অন্তত ৩০০ শিক্ষার্থী অংশ নেন।

https://www.youtube.com/watch?v=vNXcYYFHyy8

সারাবাংলা/জেএ/একে/এমআই

শাহবাগে সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর