Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে চলছে গণপরিবহন, ছেড়েছে দূরপাল্লার বাসও


৬ আগস্ট ২০১৮ ১০:৩১ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ১৩:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকার রাজপথে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। সোমবার (৬ আগস্ট) সকাল থেকেই বিভিন্ন রুটে এই বাস চলাচল শুরু হয়। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নিরাপত্তার কারণ দেখিয়ে সড়কে পরিবহন চলাচল বন্ধ রেখেছিলো মালিকেরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন, সোমবার সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে দূরপাল্লার গাড়ি চলবে। তিনি বলেন, ‘পরিবহন মালিক সমিতির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত সোমবার সকাল থেকে ঢাকাসহ সারা দেশে দূরপাল্লার বাস চলাচল করবে।’

সকাল থেকেই রাজধানীর গুরত্বপূর্ণ বিভিন্ন সড়কে বাস চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি গাবতলী, সায়েদাবাদ, মহাখালী থেকেও দূরপাল্লার বাসও ছেড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সারাবাংলা/এমও

গণপরিবহন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর