Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাসে আজ : ৬ আগস্ট


৬ আগস্ট ২০১৮ ০৯:০৯ | আপডেট: ৬ আগস্ট ২০১৮ ০৯:১২

।। বিচিত্রা ডেস্ক।।

আমাদের আবাসস্থল পৃথিবী, নীল গ্রহের দিনগুলোর ইতিহাস নিয়ে সারাবাংলার একটি ধারাবাহিক আয়োজন ‘কালের ক্যালেন্ডার’। ঠিক কখন পৃথিবীর সৃষ্টি? একেবারে শুরুর কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা যায় না। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লোহার একটি কেন্দ্র ও একটি বায়ুমণ্ডল।
মানুষের ইতিহাস শুরু হয় আরো পরে। মূলত পুর্ব প্রস্তর যুগে পৃথিবীতে মানুষ নামে প্রাণের আবির্ভাব। সেই আদিম যুগ থেকে প্রাওয়া সব প্রত্নতাত্ত্বিক দলিলে জানা যায়, আজ থেকে প্রায় দুই লাখ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্সরা মাথাচাড়া দিয়ে ওঠেছিল। সেখান থেকে সভ্যতা আস্তে আস্তে এগুতে থাকে। সময়ের সঙ্গে উৎকর্ষের সীমায় পৌঁছে এই মানুষরা। চালু হয় কালের দিনলিপি ক্যালেন্ডার। ৩৬৫ দিনের বছরে কালের আবর্তনে ঘুরে ফিরে আসে এই দিনগুলোই। দিনগুলো যেন পৃথিবীর ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের বুকে।

বিজ্ঞাপন

ইতিহাস ঘেটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা। ইতিহাসের এই দিনে কৌতুহলউদ্দীপক, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও উল্লেখযোগ্য ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই আয়োজন। চলুন এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল-

জন্মদিন

১৮০৯ সালের এই দিনে ইংরেজ কবি লর্ড আলফ্রেড টেনিসনের জন্ম।

১৮৮১ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৪৫] স্কটিশ জীবাণুতত্ত্ববিদ বিখ্যাত বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং জন্মগ্রহণ করেন।

১৮৯৫ সালের এই দিনে নটসূর্য অহীন্দ্র চৌধুরীর জন্ম।

বিজ্ঞাপন

১৯৩৩ সালের এই দিনে ভারতীয় ক্রিকেটার ক্রিপাল সিং জন্মগ্রহণ করেন।

১৯৫৩ সালের এই দিনে পাকিস্তানের ক্রিকেটার ইকবাল কাশিম জন্মগ্রহণ করেন।

মৃত্যুদিন

১৬৩৭ সালের এই দিনে ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসনের মৃত্যু।

১৯৪১ সালের এই দিনে ২২ শ্রাবণ নোবেলজয়ী [১৯১৩] কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু।

১৯৫৭ সালের এই দিনে নোবেলজয়ী [১৯৩২] মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংম্যুয়িরের মৃত্যু।

১৯৫৯ সালের এই দিনে বিখ্যাত উচ্চাঙ্গ সংগীত শিল্পী ওস্তাদ মোহাম্মদ খসরুর ইন্তেকাল।

১৯৮১ সালের এই দিনে ভারতের কমিউনিস্ট নেতা ভূপেশ গুপ্তের মৃত্যু।

২০০২ সালের এই দিনে ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী এড্সগার ডাইকস্ট্রা মৃত্যুবরণ করেন।

২০০৪ সালের এই দিনে সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্তের মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

১৮২৫ সালের এই দিনে ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়া স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

১৮৯০ সালের এই দিনে নিউ ইয়র্কে এক খুনির মৃত্যুদন্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।

১৯১৪ সালের এই দিনে রাশিয়ার বিরুদ্ধে অস্ট্রিয়া যুদ্ধ ঘোষণা করে।

১৯১৪ সালের এই দিনে সাপ্তাহিক বসুমতি দৈনিক বসুমতি রূপে আত্মপ্রকাশ করে।

১৯৪৫ সালের এই দিনে জাপানের হিরোশিমায় মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করলে ভয়াবহ ধ্বংসলীলা সাধিত হয়। মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কজনক ঘটনা হিসেবে বিশ্বে এই দিনটি হিরোশিমা দিবস হিসেবে পালিত হয়।

১৯৬২ সালের এই দিনে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীন হয় পশ্চিম ভারতীয় দ্বীপ জ্যামাইকা।

১৯৯০ সালের এই দিনে পাকিস্তানের প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান কর্তৃক বেনজীর ভুট্টোর সরকারকে বরখাস্ত এবং দেশে জরুরি অবস্থা জারি।

১৯৯১ সালের এই দিনে ষোল বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গণতন্ত্র চালু হয়।

১৯৯৬ সালের এই দিনে ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা সংক্রান্ত ডামাটো আইন অনুমোদন লাভ করে।

সারাবাংলা/এসবি

ইতিহাসে আজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর