বাস রোড র্যাশনালাইজেশনে নড়ে বসেছে সরকার
৫ আগস্ট ২০১৮ ২০:১৬ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ২২:১৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যানচলাচলে শৃঙ্খলা আনতে ছয়টি কোম্পানিকে ফ্রাঞ্চাইজিশিপ দিয়ে বাস রোড র্যাশনালাইজেশনের প্রস্তাব দ্রুত বাস্তবায়নে সরকার তৎপর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
রোববার (৫ অগাস্ট) নগর ভবনের ব্যাংক ফ্লোর সম্মেলন কক্ষে মেয়র সাঈদ খোকন বলেন, উত্তর সিটি করপোরেশনের প্রায়ত মেয়র আনিসুল হক বাস কোম্পানিগুলোকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার জন্য ছয়টি কোম্পানিকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে বাস রোড র্যাশনালাইজেশনের প্রস্তাব তৈরি করেছিলেন। তার অকাল মৃত্যুতে সেই প্রস্তাব থমকে যায়। কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস রোড র্যাশনালাইজেশনের উদ্যোগকে ফের গ্রহণ করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে তাগাদা দেওয়া হয়েছে।
মেয়র আরও বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এই বিষয়ে এরই মধ্যে সভা করেছে। তেমন একটি সভা আগামীকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বসবে। সেই সভায় ফ্র্যাঞ্চাইজির উদ্যোগকে কার্যকরের করার সিদ্ধান্ত নেওয়া হবে। এই সিদ্ধান্ত কার্যকর করা হলে গণপরিবহণে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশাবাদ জানান তিনি।
সভায় সাঈদ খোকন জানান, সড়ক দুর্ঘটনা রোধে আগামী অক্টোবর মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনগণকে সচেতন করতে বিশ্বব্যাংকের অর্থায়নে কার্যক্রম পরিচালনা করবে।
এ সময় মেয়র সড়ক দুর্ঘটনা রোধে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে বলেন, গত বছর ২৭ নভেম্বর আমরা যখন সর্বশেষ মোবাইল কোর্ট পরিচালনা করি, তখন প্রায় ৭৫০ জনকে মামলা, জেল জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। যখন এ অভিযান চলে, বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে। আমরা তো সারাদিন এ অভিযান পরিচালনা করতে পারি না। আমরা বন্ধ করলে তারা আবার ফিরে আসে।
নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে সাঈদ খোকন জানান, শুরুতে তাদের আন্দোলন ঠিক থাকলেও এখন তাতে বিরোধী দল ঢুকে ফায়দা নিচ্ছে। আমি অভিভাবকদের বলব সন্তানদের ঘরে ফিরিয়ে নিতে। তাদের নিরাপত্তা যেমন সমাজ ও সরকারের দায়িত্ব, তেমনি তাদের নিজেদেরও দায়িত্ব।
এ সময় মেয়র আগামী ৬ আগস্ট নগর ভবনে দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে সকাল ১১টায় অনুষ্ঠিতব্য ‘নিরাপদ সড়ক, আমাদের করণীয়’ শীর্ষক এক মুক্ত আলোচনায় সব নাগরিককে যোগ দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান বর্জ্য কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আরও পড়ুন-
আন্দোলনে আক্রান্ত গণমাধ্যমকর্মীরা
সরে গেল শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক
শেখ হাসিনার নির্দেশ ‘ধৈর্য ধরতে হবে, অ্যালার্ট থাকতে হবে’
সারাবাংলা/এমএ/টিআর