ঘন কুয়াশায় বিমান উঠানামা বন্ধ
২৮ ডিসেম্বর ২০১৭ ১০:২৬ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৭:০৫
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা : ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটের ওঠানামা বন্ধ রয়েছে। বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত শাহজালাল থেকে কোনো ফ্লাইট ছাড়েনি, অবতরণও করেনি।
সিভিল এভিয়েশোনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম বলেছেন, ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে। গতকাল রাত একটা থেকে সকাল ১০টা পর্যন্ত যে কয়েকটি শিডিউল ছিল বিমানে তার সবগুলো উঠা নামা বন্ধ হয়েছ। এ কুয়াশা স্বাভাবিক হলে বিমান উঠা নামা শুরু হবে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
সারাবাংলা/ইউজে/একে