Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধাওয়া-পাল্টা ধাওয়ায় ছাত্রলীগসহ ১৪ জন ঢামেকে


৫ আগস্ট ২০১৮ ১৯:২৪ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ১৯:৩০

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর জিগাতলা ও সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্রলীগের সদস্যসহ প্রায় ১৪ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৫ আগস্ট) দুপুর দেড়টা থেকে বিকেল ৫টার মধ্যে তারা ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের প্রাধ্যক্ষ ড. আনোয়ার হোসেন আহতদের দেখতে আসেন। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও আহতদের দেখতে আসেন।

আহতদের মধ্যে ছাত্রলীগের সদস্যরা হলেন- উত্তরা কলেজের তানিন আহমেদ (২৩); সিটি কলেজের শামীম আল মামুন (২৭); ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুসরাত জাহান (১৯), সুসমিতা (২৩), শিমন্তি (২৩) ও তুষার (২৩); আইউবি’র এনামুল (২৭) এবং বুয়েটের রাকিব। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- তামিম (২৬), রাজন (২১), আনন্দ (২০), তমা (২০), মারুফ (১৯) ও রনি (২২)।

আহতদের মধ্যে মাথায় আঘাত পেয়েছে এনাম, বাম হাতে আঘাত পেয়েছে রাকিন, হাত ও আঙুলে আঘাত পেয়েছে শামীম ও তানিম। অন্যরাও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের সবাইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দুপুরের পর থেকে আহত ১৪ জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের আঘাত গুরুতর।

উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন টানা অষ্টম দিনে গড়িয়েছে রোববার। এর আগে, আন্দোলনের সপ্তম দিনে জিগাতলা-সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আওয়ামী লীগ কার্যালয়েও হামলা হয়েছে। তবে এদিন সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে রোববার সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পরে তারা জিগাতলার দিকে রওনা হলে জিগাতলা-সায়েন্স ল্যাব এলাকায় ফের ছাত্রলীগ-যুবলীগকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

আন্দোলনে আক্রান্ত গণমাধ্যমকর্মীরা

সরে গেল শিক্ষার্থীরা, যান চলাচল স্বাভাবিক

টিএসসি‌তে ছাত্রলী‌গের হামলায় ৩ শিক্ষার্থী আহত

নৌমন্ত্রীর পদত্যাগের দাবি নিপীড়নবিরোধী শিক্ষকদের

ধানমন্ডিতে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া

শেখ হাসিনার নির্দেশ ‘ধৈর্য ধরতে হবে, অ্যালার্ট থাকতে হবে’

‘শিক্ষার্থীদের আদর করে বোঝান, সব দাবি মেনে নেওয়া হয়েছে’

সারাবাংলা/এসএইচ/টিআর

ছাত্রলীগ ধাওয়া-পাল্টা ধাওয়া নিরাপদ সড়ক আন্দোলন

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর