ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
২৮ ডিসেম্বর ২০১৭ ০৯:৫০ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৭ ১২:০৪
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মুন্সীগঞ্জ
ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
এতে উভয়পাড়ে অন্তত ৫ শতাধিক গাড়ি পাড়াপারের অপেক্ষায় রয়েছে। যানজটের কারণে বিপাকে পড়েন বিভিন্ন যানের যাত্রীরা। ঘন কুয়াশার কারণে ৩টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
মুন্সীগঞ্জের শিমুলায়া প্রান্তে বিআইডব্লিউটিসির ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী জানান, ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ভোর ৫ থেকে বন্ধ রাখা হয়। এতে ৩টি ফেরি মাঝ দরিয়ায় নঙর করে রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু হবে।
সারাবাংলা/টিএম