কক্সবাজারে পাহাড় কাটার অপরাধে ৩ জনকে কারাদণ্ড
৪ আগস্ট ২০১৮ ২২:১৯ | আপডেট: ৪ আগস্ট ২০১৮ ২২:২০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: কক্সবাজারে পাহাড় কাটার অপরাধে দুই নারীসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৪ আগস্ট) দুপুর ২টায় কক্সবাজার সদর উপজেলার মহুরীপাড়া লম্বাঘোনা এলাকায় এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব।
সাইফুল আশ্রাব বলেন, পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মুহুরীপাড়া লম্বাঘোনায় অভিযান চালানো হয়। সরকারি খাস জমিতে পাহাড় কেটে বাড়ি তৈরির অভিযোগে ওই এলাকার মো. রফিকের স্ত্রী খতিজা বেগম (৩২), নুরুল ইসলামের স্ত্রী নুরুন্নাহার বেগম (৬০) ও রফিককে আটক করা হয়। সেখান থেকে পাহাড় কাটার একটি শাবল ও একটি কোদাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়া অবৈধভাবে সরকারি খাস খতিয়ানের পাহাড় কাটায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(খ), ১৫(১)৫ ধারা অনুযায়ী খতিজা বেগম ও নুরুন্নাহার বেগমকে ২ মাস করে এবং মো. রফিককে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে তাদেরকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সারাবাংলা/এমআই