চব্বিশ ঘণ্টার জন্য ফোর-জি, থ্রি-জি সেবা বন্ধ
৪ আগস্ট ২০১৮ ২২:০৩
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: চব্বিশ ঘণ্টার জন্য ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। একাধিক দায়িত্বশীল সূত্র সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (৪ আগস্ট) সন্ধ্যার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই নির্দেশনা দেয়। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সারাবাংলা’র পাঠকরা ফোন করে জানান, সন্ধ্যা থেকে ইন্টারনেট ব্যবহার করতে তারা ভোগান্তির শিকার হচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে মোবাইল ফোন অপারেটরদের একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান, বিটিআরসি’র নির্দেশে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়া হয়েছে। তবে বন্ধ করা হয়নি।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করে পুলিশ।
সারাবাংলা/এটি