Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্দোলনে সংহতি ছাত্রলীগের


৪ আগস্ট ২০১৮ ১৩:২৯ | আপডেট: ৪ আগস্ট ২০১৮ ১৩:৩৩

শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান

।। ঢাবি প্রতিনিধি।।

ঢাকা: রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের কাছে এসে সংহতি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

শনিবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে শাহবাগে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নতুন কমিটির সভাপতি সঞ্জীব চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

রাজধানীর শাহবাগে গত কয়েকদিনের মতো আজ শনিবারও অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকেই আশপাশের কয়েকটি শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে ট্রাফিক শৃঙ্খলা আনার কাজ করছে।

শাহবাগে এসে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে চকলেট বিতরণ করেন।

ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জীব চন্দ্র দাস এ সময় বলেন, ‘আমরা এসেছি এ জন্য যে, তারা যেন মিস গাইডেড না হয়।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা শাহবাগে এসেছি। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়েছি। নিরাপদ সড়কের জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন তা শিক্ষার্থীদের জানিয়েছি। শিক্ষার্থীরা যেন ঘরে ফিরে যায় সেই আহ্বানও জানিয়েছি।’

গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।

নিহতরা হলো দিয়া খানম মীম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষার্থীরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে।

বিজ্ঞাপন

বুধবার (১ আগস্ট) বিকেলে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (২ আগস্ট) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। এরপরও বৃহস্পতিবার শিক্ষার্থীরা আন্দোলন করে।

নিহত দুই পরিবারকে ২০ লাখ টাকা করে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতারাও।

দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরও শিক্ষার্থীরা সপ্তম দিনের মধ্যে রাস্তায় নেমেছে।

সারাবাংলা/কেকে/একে

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলা
নতুন বাস পেল রমিজ উদ্দীনের শিক্ষার্থীরা
রাস্তায় আজও নেই গণপরিবহন
সড়ক দুর্ঘটনার সমাধান তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো
শিশুরা বার্তা দিয়েছে, শিখতে হবে রাষ্ট্রকে
ভাঙচুর বন্ধ করুক তারপর বাস চলবে
প্লিজ তোমরা শান্ত হও
বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন
ইচ্ছা করেই ধাক্কা, বাস কেড়ে নিল আরও এক প্রাণ
উত্তাল উত্তরা, শিক্ষার্থীদের দখলে সড়ক
‘শিগগিরই আইন, তোমরা ক্লাসে ফিরে যাও’
ভেটিং শেষে নথি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে
আজও রাজপথে শিক্ষার্থীরা, গণপরিবহন সংকট
সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন আগামী সপ্তাহেই

ছাত্র আন্দোলন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর