Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তায় নেমেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও


৪ আগস্ট ২০১৮ ১১:৪৫ | আপডেট: ৪ আগস্ট ২০১৮ ১২:১৭

রাস্তায় মেডিকেলের শিক্ষার্থীরা

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসচাপায় ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের সিনিয়র ব্রাদার (নার্স) মারা যাওয়ার ঘটনায় রাস্তায় নেমেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শনিবার (৪ আগস্ট) সকালে শিক্ষার্থীরা রাস্তায় নেমে ওয়ারলেস এলাকা অবরোধ করে রাখেন। এর ফলে মগবাজার, মালিবাগ, মৌচাক এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী সারাবাংলাকে জানান, তারা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছেন। অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সংহতি জানাতে আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার দুপুরে মগবাজারে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম মারা যান।

প্রত্যক্ষদর্শীদের দাবি- গোল্ডেন লাইনের বাসটি ‘ইচ্ছা করেই’ সাইফুলকে ধাক্কা দেয়। এরপর বাসটি সাইফুলের শরীরের ওপর দিয়ে চলে যায়।

সাইফুলকে ধাক্কা দেওয়ার ঘটনায় উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ওই বাসের চালককেও আটক করে পুলিশ।

সারাবাংলা/জেএ/একে

আরও পড়ুন

যাত্রাবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলা
নতুন বাস পেল রমিজ উদ্দীনের শিক্ষার্থীরা
রাস্তায় আজও নেই গণপরিবহন
সড়ক দুর্ঘটনার সমাধান তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো
শিশুরা বার্তা দিয়েছে, শিখতে হবে রাষ্ট্রকে
ভাঙচুর বন্ধ করুক তারপর বাস চলবে
প্লিজ তোমরা শান্ত হও
বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন
ইচ্ছা করেই ধাক্কা, বাস কেড়ে নিল আরও এক প্রাণ
উত্তাল উত্তরা, শিক্ষার্থীদের দখলে সড়ক
‘শিগগিরই আইন, তোমরা ক্লাসে ফিরে যাও’
ভেটিং শেষে নথি সড়ক পরিবহন মন্ত্রণালয়ে
আজও রাজপথে শিক্ষার্থীরা, গণপরিবহন সংকট
সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন আগামী সপ্তাহেই

বিজ্ঞাপন

 

ছাত্র আন্দোলন বাসচাপায় নিহত মগবাজার সড়ক অবরোধ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর