কায়সার কামালকে গ্রেফতার না করার নির্দেশ
২৭ ডিসেম্বর ২০১৭ ১৮:৫৪
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: নাশকতার অভিযোগে দায়ের হওয়া আলাদা দুটি মামলায় বিএনপির নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ওই মামলায় আগামী এক মাসের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনেরে পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আতিকুর রহমান, তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. গোলাম আকতার জাকির।
গত ২০ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিশেষ জজ আদালত-৫ থেকে তার বাসায় ফেরার সময় হাইকোর্ট ডিভিশনের মাজার গেটের সামনে পুলিশের সঙ্গে বিএনপিকর্মীদের সংঘর্ষ হয়। ওই ঘটনায় নাশকতার অভিযোগে ব্যারিস্টার কায়সার কামালের নামে গত ২০ ও ২১ ডিসেম্বর রমনা থানায় দুটি আলাদা মামলা দায়ের করা হয়।
তবে ঘটনার দিন কায়সার কামাল দেশে ছিলেন না। তবুও তার নামে মামলা দায়ের হওয়ায় গতকাল রিট করেন ব্যারিস্টার ফিয়াজ জিবরান। ওই রিটের শুনানি নিয়ে আদালত আজ এ আদেশ দেন।
শুনানি শেষে ব্যারিস্টার আতিকুর রহমান সাংবাদিকদের জানান, কায়সার কামালের বাবা অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে গত ১৬ ডিসেম্বর থেকে থাইল্যান্ডে রয়েছেন। মামলার কারণে তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। রিটের শুনানি নিয়ে আদালত ব্যারিস্টার কায়সার কামালকে গ্রেফতার না করতে নির্দেশনা দিয়ে রুল জারি করেন।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, রমনা ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইমেগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টদের রুলের জবা দিতে বলা হয়েছে বলেও তিনি জানান।
সারাবাংলা/এজেডকে/এটি