Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহন খাতে মানুষের জিম্মি দশার পরিত্রাণ চায় ১৪ দল


৩ আগস্ট ২০১৮ ১৯:১৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দীর্ঘ কয়েক যুগ ধরে বাংলাদেশের পরিবহন খাতকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যেখানে মানুষ জিম্মি হয়ে গেছে। এখান থেকে পরিত্রাণ পেতে হবে। এখানে কিন্তু বাম-ডান বলে কিছু নেই। এই বিষয়ে সবার স্বার্থ এক হয়ে গেছে।

শুক্রবার (৩ আগস্ট) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের পাশের নির্বাচনী অফিসে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের স্বীকার করতে হবে, স্বীকার করতে লজ্জাও নেই। আমাদের সরকারের আমলে কিছু অব্যবস্থাপনার কারণে এই পরিবহন খাতে যারা কাজ করে, যারা শ্রমিকদের নেতৃত্ব দেয়, তারা কিন্তু দল-মত নির্বিশেষে একই স্বার্থে কাজ করে। বাম বলেন, ডান বলেন- এই শ্রমিক পরিবহনের নেতৃত্বে যারা আছেন, তাদের সরকারি দল, বিরোধী দল বলে কিছু নেই। তারা দীর্ঘ কয়েক যুগ ধরে বাংলাদেশের পরিবহন খাতকে এমন একটি জায়গায় নিয়ে গেছেন, যেখানে মানুষ জিম্মি হয়ে গেছে। এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এই ব্যাপারটি এখন অনেক আলোচিত।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, আগামী কেবিনেট মিটিংয়ে সড়ক পরিবহন আইনটি পাস করা হবে।’

নৌপরিবহনমন্ত্রী পদত্যাগ করবেন কি না— এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, ‘তিনি দুঃখপ্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। তিনি যথেষ্ট লজ্জিত ও অপমানিত হয়েছেন। আর কত?’

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিটি দাবি মেনে নেওয়ায় তাদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের ছেলেমেয়েরা দ্রুত সময়ের মধ্যে ফিরে যাবে এবং ক্লাসে ফিরে গিয়ে তাদের স্বাভাবিক জীবন শুরু করবে। কারণ লক্ষ অর্জনের পরও যদি তারা বাইরে থাকে, তাহলে লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে ১৪ দলের এই নেতা বলেন, ‘আপনারা এই সময়ে আমাদেরকে সহযোগিতা করুন। সরকারকে সহযোগিতা করুন। এমন কোনো কথা বলবেন না, এমন কোনো উক্তি করবেন না, এমন কোনো আচরণ করবেন না, যার জন্য এই আন্দোলনটি লক্ষ্য অর্জন না করে অন্য পথে চলে যায়।’ এজন্য সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

শোকাবহ আগস্ট মাসকে ঘিরে ১৪ দলের পক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্তও বৈঠকে হয় বলেও জানান তিনি।

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, জাসদ একাংশের শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান খান, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির শাহাদাত হোসেন, বাসদের রেজাউর রশিদ খান, গণ আজাদী লীগের এস কে শিকদার, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায়, বিএমএ মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অন্যরা।

আরও পড়ুন-

ভাঙচুর বন্ধ করুক তারপর বাস চলবে: মালিক সমিতি

সারাবাংলা/এনআর/টিআর

১৪ দল পরিবহন খাত মোহাম্মদ নাসিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর