Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন


৩ আগস্ট ২০১৮ ১৪:২৪ | আপডেট: ৩ আগস্ট ২০১৮ ১৭:০১

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মগবাজার ওয়ারলেস এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ‘এসপি গোল্ডেন লাইন’ পরিবহনের বাসটিতে আগুন লাগিয়েছে।

শুক্রবার (৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

মগবাজার, সড়ক দুর্ঘটনা

বাসচাপায় মারা যাওয়া মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল (৩৫)। তিনি রাজধানীর উত্তর গোরানের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাসটিতে খুব কম যাত্রী ছিল। মগবাজারে বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেন। ওই রিকশায় এক নারী আরোহী ছিলেন। বাসের ধাক্কায় রিকশাটি সড়কের পাশে সরে যায়। এরপর বাসটি একটি মোটরসাইকেল কে চাপা দেয়।

এ সময় বাসটির মোটরসাইকেল আরোহীর ওপর দিয়ে চলে যায়। মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর বাসটি আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা বাসটি ঘেরাও করে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন। পুলিশ এসে বাসটি জব্দ করেছে।

ওই বাসের চালককেও আটক করেছে পুলিশ। তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

সারাবাংলা/জেএ/একে

মগবাজার সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর