Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে অভিভাবকদের মানববন্ধন


৩ আগস্ট ২০১৮ ১১:২৮

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ ও সড়ক দুর্ঘটনা রোধে নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

শুক্রবার সকালে মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে মানববন্ধনে এ দাবি করা হয়। এই মানববন্ধনে কয়েকশ অভিভাবক অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া শামিমা রেজা নামে এক অভিভাবক বলেন, ‘শিক্ষার্থীরদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন। গতকাল মিরপুর-১৩ নম্বরে অনেক শিক্ষার্থীর উপর পুলিশ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়। কেন এই হামলা? ছাত্ররা কোনো অপরাধ করেনি, তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে।’

লিপি আক্তার নামে একজন অভিভাবক সারাবাংলাকে বলেন, ‘সরকার সব দাবি মেনে নিলেও তা কার্যকর করতে সময় লাগে। এরকম নজির দেখেছি। সরকার চাইলে দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দিতে পারে।’

আফজাল আহমেদ বলেন, ‘সরকার দাবি মেনে নিলেও তা দ্রুত কার্যকর করার জন্য শান্তিপূর্ণভাবে আমরা এই মানববন্ধনে অংশ নিয়েছি।

সারাবাংলা/এআই/একে

ছাত্র আন্দোলন মানববন্ধন মিরপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর