Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রীষ্মকালীন ল্যাপটপ মেলা শুরু, চলবে শনিবার পর্যন্ত


৩ আগস্ট ২০১৮ ০০:১১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বৃহস্পতিবার (২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

মেলায় একটি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন, পাঁচটি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টলে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রি করছে। মেলার প্রধান পৃষ্ঠপোষক এফোরটেক। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে এসার, আসুস, ডেল, এইচপি ও লেনোভো।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি বাড়ছে দেশে ল্যাপটপ ও ট্যাবের ব্যবহার। সব মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি আগামী দিনগুলোতে এই ধরনের মেলা জেলা শহরগুলোতেও আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

মেলায় জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের ল্যাপটপের পাশাপাশি আনুষঙ্গিক যন্ত্রাংশও পাওয়া যাচ্ছে।

এক্সপো মেকারের আয়োজনে এটি দেশের ২০তম ল্যাপটপ প্রদর্শনী। আগামী শনিবার (৪ আগস্ট) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর