‘আমার টাকায় কেনা বুলেট লাগবে কেন আমার গায়?
২ আগস্ট ২০১৮ ১৮:৫০ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১৯:১৫
।। রাবি করেসপন্ডেন্ট।।
রাবি: নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন হয়।
পুলিশের উদ্দেশ্যে ইসলামিক স্টাডিস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইসরাফিল বলেন, ‘নিরাপরাধ শিশুরদের কীভাবে আপনারা বন্দুক তাক করেন? কীভাবে লাঠি দিয়ে আঘাত করেন। আপনারা ভুলে যাবেন না আপানাদের বন্দুকের প্রতিটি গুলি জনগণের টাকায় কেনা। তাই আমার প্রশ্ন আমার টাকায় কেনা বুলেট লাগবে কেন আমার গায়?
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হোসাইন মিঠু বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলন মেনে নিন।
মৃৎশিল্প বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শাকিলা খাতুন মানববন্ধন পরিচালনা করেন।
মানববন্ধনে চারুকলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মিঠুন, আল আমিন প্রধান তারেক, সমাজকর্ম বিভাগের আরিফুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের জান্নাতুন নাইম, পরিসংখ্যান বিভাগের নিয়ামুল ইসলাম, গণযোগাযোগ ও ফলিত রসায়ন বিভাগের আবু শাহিন ব্ক্তব্য রাখেন।
সারাবাংলা/একে