Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়েন্স ল্যাবে পুলিশের মোটর সাইকেলে আগুন


২ আগস্ট ২০১৮ ১৮:০৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন থেকে পুলিশের একটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ট্রাফিক সার্জেন্ট বায়েজিদের ওপর হামলার পর তার মোটরসাইকেলটি পুড়িয়ে দেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে দায়িত্ব পালন করতে আসেন। এ সময় তার মোটর বাইকের লাইসেন্স দেখতে চায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

তবে সার্জেন্ট বায়েজিদ লাইসেন্স না দেখিয়ে ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করলে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরে উত্তেজিত কিছু শিক্ষার্থী তার ব্যবহৃত মোটর বাইকে আগুন ধরিয়ে দেন।

সেখানে আন্দোলনরত ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলের এক ছাত্র জানায়, তারা মোড়ে পুলিশ চেক পোস্টের কাছে ওই পুলিশের মোটরবাইকের কাগজপত্র দেখতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্বব্যহার করেন। একজনকে জামার কলার ধরে ধাক্কা দেন।

পরে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে ওই সার্জেন্ট তার ব্যবহৃত মোটর বাইকটি ফেলে দৌড়ে স্থান ত্যাগ করেন। এ সময় তাকে পিটুনি দিয়ে পুলিশ বক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাইকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে পুলিশের মোটর বাইক পুড়িয়ে দেওয়ার পর সেখানে সাময়িকভাবে উত্তেজনা চললেও পরে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

সারাবাংলা/এমএস/একে

আন্দোলন ছাত্র সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর