শিক্ষার্থীদের আন্দোলন অভিনব: ফখরুল
২ আগস্ট ২০১৮ ১৪:৩৬ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১৪:৫৮
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কোটা সংস্কার এবং সড়ক পরিবহন ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনকে ‘অভিনব’আন্দোলন হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (০২ আগস্ট) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের আন্দোলনের ব্যাপারে দলীয় অবস্থান তুলে ধরেন তিনি।
ফখরুল বলেন, ‘ছাত্রদের অভিনব আন্দোলনে সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। তবে শিক্ষার্থী নিহতের পর শাজাহান খান যা বলেছেন, এটা কোনো রাজনৈতিক নেতা বলতে পারেন না।’
‘তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন না করে উল্টো তিনি ভারতে কথা বলেছেন, তারপর হেসেছেন। মন্ত্রী এত নির্লজ্জ হতে পারে। মন্ত্রীদের বৈঠকেও তিনি ছিলেন। প্রথম দাবি তো নৌমন্ত্রীর পদত্যাগ। পাশাপাশি আমরা সরকারেরও পদত্যাগ দাবি করছি’— বলেন বিএনপির মহাসচিব।
তিনি বলেন, ‘সড়ক মন্ত্রী কি দায় অস্বীকার করতে পারেন? কেন কোনো ম্যানেজমেন্ট নেই, ট্রাফিকের সিস্টেম নেই? এ সবের জন্য সরকারকে দায়ী করছি এবং অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করছি।’
সরকারকে সরানোর জন্য জনগণের প্রতি আহবান জানিয়ে ফখরুল বলেন, ‘দেশের সমস্ত জায়গায় অরাজকতা চলছে। সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রতারক সরকার সমস্ত প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে। নির্বাচন কমিশন একেবারেই শেষ। তারা যেভাবে পারে বিরোধী মতকে দমন করছে। এ বিষয়গুলো জনগণের জানা আছে।’
‘জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমান হত্যার সঙ্গে জড়িত’— প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এমন বক্তব্য’র সমালোচনা করে ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী চিরাচরিত অভ্যাস অনুযায়ী আবারও জিয়াউর রহমানের ওপর আক্রমণ করেছেন। অথচ জিয়াউর রহমানকে নিয়ে কারো কোনো অভিযোগ নেই। কোথাও কেউ বলেননি তিনি (জিয়া) জড়িত। কোনো সাক্ষী তাকে (জিয়া) দায়ী করেননি, প্রমাণও নেই। তারপরও জিয়াউর রহমানকে দায়ী করছেন প্রধানমন্ত্রী। মূলত বর্তমান পরিস্থিতির মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এমন বক্তব্য রাখেন।’
‘তাহলে আমরাও তো দায়ী করতে পারি যে, আপনি (শেখ হাসিনা) বিদেশ থেকে ফিরে আসার ১৭ দিনের মাথায় জিয়াউর রহমান নিহত হন। কিন্তু এ ধরনের কথা আমরা সমীচীন মনে করি না। এগুলো করলে অনেক সময় কেচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে
আরও পড়ুন
উত্তরা জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা
ওরা রাস্তায় ফেলে রাইফেল দিয়ে মেরেছে
পথে বাস নেই, বিপাকে মানুষ
শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নিন