Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় জড়ো হচ্ছে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ


২ আগস্ট ২০১৮ ১০:৪৩ | আপডেট: ২ আগস্ট ২০১৮ ১২:০৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা : বাসচাপায় দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় বিচার চেয়ে বৃহস্পতিবারও (২ আগস্ট) রাজপথে নামছে শিক্ষার্থীরা।

সকাল ১০টার পর থেকেই রাজধানীর উত্তরার আশপাশের এলাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পথে জড়ো হতে শুরু করেন। তারা রাজপথে অবস্থান নেওয়ায় উত্তরার জসীমউদ্দিন মোড় থেকে আবদুল্লাহপুর পর্যন্ত সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, উত্তরা কলেজ, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই সড়কে জড়ো হতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত তারা কোনো স্লোগান না দিলেও ধীরে ধীরে জমায়েত হতে শুরু করেছে।

এর আগে গতকাল বুধবার (১ আগস্ট) শাহবাগে অবরোধ ও বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল যে বৃহস্পতিবার দুপরের মধ্যে ৯ দফা বাস্তবায়ন এবং নৌমন্ত্রী শাজাহান খান ক্ষমা না চাইলে রাজধানী ঢাকা অচল করে দেওয়া হবে। বাংলাদেশের সড়ক নিরাপদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা।

সারাবাংলা/ইউজে/এসএমএন

আন্দোলন

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর