মিরপুর, শাহবাগ, মতিঝিলে বাস ভাঙচুর, আটক ৫
১ আগস্ট ২০১৮ ১৪:১৫ | আপডেট: ১ আগস্ট ২০১৮ ১৪:৩৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারের দাবীতে চলা বিক্ষোভে মিরপুরসহ রাজধানীর বেশ কয়েকটি জাযগায় বাস ভাংচুর করেছে শিক্ষার্থীরা। বুধবার (১ আগস্ট) দুপুরের দিকে তারা বেশ কয়েকটি বাস ভাঙচুর করে। এসময় ৫ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
বুধবার (১ আগস্ট) সকাল থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, মিরপুর ২ নং ওভারব্রিজ এলাকায় বিচ্ছিন্নভাবে ছাত্র জমায়েত শুরু হলেও দুপুর ১২টার পর থেকে ছাত্ররা মিরপুর ১০ এ লাগাতার অবস্থান নেয়।
পুলিশ জানায়, মিরপুর ১০ নং গোল চত্ত্বরে সড়ক বন্ধ করে দিয়েছে মিরপুর বংলা কলেজ, মনিপুর স্কুল এন্ড কলেজ, ঢাকা কমার্স কলেজসহ বিভিন্ন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।
তারা গাড়িও ভাঙচুর করেছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বিকল্প, বিহঙ্গ, প্রজাপতির মত বাস দেখলেই চড়াও হয়। এসময় সারাবাংলার ভিভিওগ্রাফার সুমিত আহমেদকে মারধার করে তার ক্যামেরা ছিনিয়ে নেয় বেশ কয়েকজন শিক্ষার্থী। তবে কিছুক্ষন পর তার ক্যামেরাটি ফিরিয়ে দেয় শিক্ষার্থীরা। সাধরাণ পথচারী, অ্যাম্বুলেন্স ও হালকা যানবাহন ছাত্রদের অবরোধের আওতায় ছিলো না।
এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘ছাত্র হত্যার বিচার চাই’ ‘গুলি কেন বাইরে, বন্ধু কেন কবরে’ ‘নৌ মন্ত্রীর পদত্যাগ চাই’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।
মিরপুর ১০ এর গোল চত্বরে দায়িত্বে থাকা পুলিশ জানান, সকাল থেকেই মিরপুর ১০ গোলচত্বর থেকে এক নম্বর পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে জড়ো হয় আশেপাশের স্কুল কলেজ শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে তাদের সংখ্যাও বাড়তে থাকে। বেলা বারটারি দিকে তারা হুট করেই গাড়ি ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ ৫ শিক্ষার্থীকে আটক করে।
এদিকে, দুপুরের দিকে শাহবাগ, দৈনিক বাংলা মোড়,যাত্রাবাড়ী, শনির আখড়াসহ বেশ কয়েবটি এলাকায় গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীরা।
সারাবাংলা/ এসএ/এনএইচ/জেডএফ