সড়ক পরিবহন আইন মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন আগামী সপ্তাহেই
১ আগস্ট ২০১৮ ০৮:৪৫ | আপডেট: ১ আগস্ট ২০১৮ ০৮:৪৮
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়ক পরিবহন আইন আগামী সপ্তাহেই মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের লক্ষ্যে উপস্থাপন করা হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
বুধবার (১ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও দুর্ঘটনা রোধকল্পে দ্রুত সড়ক পরিবহন আইন দ্রুত প্রণয়নের সুপারিশ করেছিলো সংসদীয় স্থায়ী কমিটি। গত ২৫ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাসের বাধ্যবাধকতা এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলে শাস্তির বিধান রেখে নতুন ওই আইনের খসড়া গত বছর ২৭ মার্চ মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পায়। পরে সেটি ভেটিংয়ের জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয়ে।
আরও পড়ুন: এক জোড়া পিটি সুজ: কোনো চকে মুছবে না রক্তের ছোপ!
সারাবাংলা/এমও