মানবিক সহায়তা পাচ্ছেন মাতারবাড়ির পানিবন্দী ৯৫০ নারী
৩১ জুলাই ২০১৮ ২১:৩১ | আপডেট: ৩১ জুলাই ২০১৮ ২১:৩২
।। সারাবাংলা ডেস্ক ।।
কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ি ইউনিয়নের পানিবন্দী পরিবারের ৯৫০ জন নারীকে জরুরি সহায়তা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল ৪টায় ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্ত এসব নারীর মাঝে সহায়তার চেক বিতরণ করা হয়।
স্টার্ড ফান্ড বাংলাদেশ এবং ইউকেএইড-এর সহযোগিতায় এই কার্যক্রম বাস্তবায়ন করছে অ্যাকশন এইড বাংলাদেশ এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন (ইপসা)। এই সহযোগিতা কর্মসূচির আওতায় মাতারবাড়ি ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডের ৯৫০ নারীকে ৫ হাজার ৫০০ করে টাকা দেওয়া হয়েছে।
অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্পের কারণে জলাবদ্ধ হয়ে মানবেতর জীবন-যাপন করছেন অসংখ্য মানুষ। জলাবদ্ধতার কারণে এখানে বিশুদ্ধ পানি, নিরাপদ পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে। ফলে পানিবাহিত রোগসহ বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব মানুষকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে এখানকার যোগাযোগ ব্যবস্থা ও মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। প্রকল্পের কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা নিরসনে প্রশাসন কাজ করছে। ইতোমধ্যে অনেককে স্থানান্তরিত করা হয়েছে। ঈদের আগে সরকারের পক্ষ থেকে এখানকার সবাইকে ৩ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাজ চলমান থাকায় পানি অপসারণের স্লুইচগেটগুলো দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে গত ৫ মাস ধরে এই এলাকার প্রায় ১৫ হাজারের অধিক মানুষ পানিবন্দী জীবন-যাপন করছেন। জলাবদ্ধতার কারণে তাদের দৈনন্দিন স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে। বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
সারাবাংলা/এএস/এমআই