Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ভর্তির আবেদন শুরু


৩১ জুলাই ২০১৮ ১৮:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান ভর্তির অনলাইন আবেদনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক হাসিবুর রশীদসহ বিভিন্ন অনুষদের ডিন।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটে মোট আসন সংখ্যা ৭ হাজার ১২৮টি। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের ১ হাজার ৭৫০টি, মানবিক অনুষদভুক্ত খ ইউনিটের ২ হাজার ৩৭৮টি, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের ১ হাজার ২৫০টি, সম্মিলিত অনুষদ ঘ ইউনিটের ১ হাজার ৬১৫টি ও চারুকলা অনুষদভুক্ত চ ইউনিটের ১৩৫টি।

পরীক্ষার তারিখ হলো ক ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর, খ ইউনিটের ২১ সেপ্টেম্বর, গ ইউনিটের ১৪ সেপ্টেম্বও, ঘ ইউনিটের ১২ অক্টোবর ও চ ইউনিটের লিখিত পরীক্ষা হবে ১৫ সেপ্টেম্বর এবং অংকন হবে ২২ সেপ্টেম্বর শনিবার।

ক, খ ও ঘ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১০ সেপ্টেম্বর হতে পরীক্ষার দিন সকাল ৯টা পর্যন্ত, গ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা দিন সকাল ৯টা পর্যন্ত।

আরও জানানো হয়, অনলাইনে ভর্তির আবেদন ৩১ জুলাই বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয়ে আগামী ২৬ আগস্ট রাত ১২টা পর্যন্ত চলবে। টাকা জমা দেয়ার শেষ তারিখ ২৮ আগস্ট। চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, অগ্রণী, জনতা ও রূপালি ব্যাংকের যে কোনো শাখায় টাকা জমা দেওয়া যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর