Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক


৩১ জুলাই ২০১৮ ১৭:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

চুয়াডাঙ্গা : ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতির চাওয়া চাঁদা পরিশোধ না করার কারণে শহরের ওপর দিয়ে গাড়ি চলাচল করতে না দেওয়ায় ২ আগস্ট থেকে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চুয়াডাঙ্গা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৩১ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ ধর্মঘট ডাক দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম জেনারেল বলেন, ‘ঝিনাইদহ জেলা বাস মিনিবাস মালিক সমিতি সোমবার রাত থেকে চুয়াডাঙ্গা থেকে ঢাকা –বরিশাল ও পটুয়াখালীগামী রয়েল এক্সপ্রেসের গাড়ি চলাচল করতে দিচ্ছে না। এ রাস্তায় সব ধরনের রুট পারমিট থাকার পরও গায়ের জোরে রয়েল পরিবহনের গাড়ি চলাচলে তারা বাধা দিচ্ছে। এই গাড়ি চলাচল করার জন্য ঝিনাইদ জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতারা মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। তাদের দাবি না মানার কারণে তারা গাড়ি চালাতে দিচ্ছে না।’

‘আগামী ১ আগস্ট এ সমস্যার সমাধান না হলে ২ আগস্ট চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ পথে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক সালাউদ্দিন, সদস্য আলী রেজা সজল, আবুল কালাম আজাদ, নাসির আহাদ, রিপন মন্ডলসহ অন্যারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে

চুয়াডাঙ্গা ধর্মঘট পরিবহন সারাদেশ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর