পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের অনশনের হুমকি
২৭ ডিসেম্বর ২০১৭ ১৩:০৬ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:৫৭
স্টাফ করেসপন্ডেন্ট
দাবি মেনে না নিলে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকল সেবা বন্ধ এবং ২৯ জানুয়ারি প্রতি জেলায় ডিসি কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন।
কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বুধবার সকাল ১০টা থেকে ‘রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার’ দাবিতে সমাবেশ শুরু করে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীরা। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশানের ব্যানারে সারাদেশ থেকে দুইহাজার পৌরসভা কর্মকর্তা- কর্মচারী ও কাউন্সিলরা এই আন্দোলনে যোগ দিয়েছেন।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশানের সভাপতি আব্দুল আলিম মোল্লা সমাবেশে বলেন, আমাদের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল সমাবেশ শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ে যাবেন স্মারকলিপি দাওয়ার জন্য। আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নিবেন। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকল পৌরসভায় আমাদের সব সেবা বন্ধ রাখা হবে এবং ২৯ জানুয়ারি প্রতি জেলায় ডিসি কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে অনশন করা হবে।
তিনি আরও বলেন, ২৯ জানুয়ারির পরেও যদি পৌরসভা কর্মচারীদের বেতনভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে না দেওয়া হয়; তাহলে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্ট কালের জন্য সকল সেবা বন্ধ করে শহীদ মিনারের সামনে আমরন অনশন করা হবে।
সমাবেশে আন্দোলনকারীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ বলেন, আপনাদের দাবিগুলো নিয়ে আমি প্রধানমন্ত্রী এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আলোচনা করব।
সারাবাংলা/এসআর/টিএম/জেডএফ/এমএ